বাবা
লেখক : আবু সুফিয়ান
স্মৃতির পাতায় লুকিয়ে আছে,
ছোট্টবেলার পাতানো রেখা।
দুষ্টুমিতে মিশে ছিলো অভিপ্রায়ের খেলা।
বাবাই যেন ছিলো মোর, সঙ্গ দেবার পালা
ভালোবাসা লুকিয়ে রাখতেন, বুঝিনি ছোট্টবেলা।
তিলে তিলে যখন সিঁড়ির মতন,
কৈশোরে দিয়েছে পদার্পণ।
তোমাকে ঠকায়ে দিয়েছে যাঁরা…