তোমাকে হারাই

লেখক : আবুল হাসান তুহিন

অনুভূতির দুয়ার খুলে
তোমাকেই খুঁজে যায়, 
লক্ষকোটি জনতার ভিড়ে
ক্লান্ত চোখের তারায়, 
চেনা অচেনা মুখের মাঝে
তোমাকে হারাই।। 
গোপন কান্না চেপে 
হেরে গেছি বলে, 
ভুলের আঘাত দিয়ে 
গেছ তুমি চলে। 
ভেবেছ আমাকে তুমি
বড় বেইমান,…

আমাদের পৃথিবী

লেখক : আবুল হাসান তুহিন

শান্তির বার্তা ছড়িয়ে দিলাম বিশ্বের দরবারে,
মানুষ যেন মানুষ হয় এই বিশ্ব চরাচরে।
জন্মের দায় করনি স্বীকার মানুষ এতই নির্বোধ,
সুন্দর এই পৃথিবীটা আজ থেকে মানুষের হোক।।

কোটি কোটি নক্ষত্রের মাঝে বাসযোগ্য গ্ৰহ,
দেশে দেশে …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up