সঙ্গ – নিঃসঙ্গ মানুষের আশ্রয়
লেখক : আফরিন আক্তার অন্তরা
মানুষ বলে – একাকিত্ব সুন্দর। একথাটা আমরা প্রায়ই শুনি। কেউ বলেন, “একা থাকতে পারব”, “একা থাকতে পারলে ভাল হত”, “আমার কাউকে দরকার নেই”, “আমি একা সবকিছু সামলে নিতে পারব”, “অনেক শান্তিতে থাকব, হাসিখুশি থাকব” ইত্যাদি …