জানি না

লেখক : আহব

কতটা সরে যাওয়ার পর
ঝাপসা লাগে ফিরতে,
কতটা ভেঙে ফেলার পর
সময় গড়ায় জুড়তে।

কতটা অভিমানের পর
শব্দরা সব স্মৃতি,
ফল্গু কতটা তলায় গেলে
উচ্ছ্বাসে পলি বিস্মৃতি।

কতটা রক্তক্ষরণের পর
আজও মানুষ কাঁদে,
কান্না ফুরোলে কখন মানুষ,…

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন