বৃষ্টির সাথে প্রাণীর সম্পর্ক
লেখক : ঐশী বসাক
বৃষ্টি তার দূত রূপে অম্বুবাহকে ধরাতলে পাঠাল। অম্বুবাহ তার স্বভাবসুলভ ভঙ্গিতে নভোমণ্ডলকে অন্ধকারাচ্ছন্ন করে তুলেছে। তৎক্ষণাৎ বুঝতে আর বাকি রইল না যে, বৃষ্টি নিজের সত্তায় ফিরতে চলেছে। এমন সময় সেই ক্ষণপ্রভা তার রূপ দেখিয়ে বারিধারাকে তথা …

