সত্যিকারের মানুষ
লেখক : অজয় কুমার দত্ত
ঢাকুরিয়ার কাছে মিশনারি গার্লস স্কুলটার পাশের রাস্তা দিয়ে কিছুটা গেলে একটা ব্যাঙ্কের কোয়ার্টার। সেখানেই একটা ফ্ল্যাট পেয়ে গেল অরিন্দম। ব্যাঙ্কের ম্যানেজার, নানা রাজ্যে নানা ঘাটের জল খেয়ে এবার পোস্টিং পেয়েছে কোলকাতায়। ব্র্যাঞ্চটা অবশ্য হাতের কাছে …