প্রথম আলো
লেখক : অজয় মন্ডল
সকাল থেকে আকাশ জুড়ে রয়েছে মেঘ
তবুও ঝরছেনা বৃষ্টি মাটির ওপরে।
সকলে রয়েছি তারই অপেক্ষায়
তাই হয়ত খেলছে লুকোচুরি আমাদের সাথেই
চাষীরা মুখ চেয়ে তাকিয়ে আছে আকাশের দিকেই-
তাও কেন দেখা দিচ্ছে না বৃষ্টি তাদেরকে ?
ভাবলে …
ajoymandal867035@gmail.com
সকাল থেকে আকাশ জুড়ে রয়েছে মেঘ
তবুও ঝরছেনা বৃষ্টি মাটির ওপরে।
সকলে রয়েছি তারই অপেক্ষায়
তাই হয়ত খেলছে লুকোচুরি আমাদের সাথেই
চাষীরা মুখ চেয়ে তাকিয়ে আছে আকাশের দিকেই-
তাও কেন দেখা দিচ্ছে না বৃষ্টি তাদেরকে ?
ভাবলে …