শীতের সকাল

লেখক : আমীর হামজা

শীতের সকাল!
কুয়াশাতে ঢাকা,
অন্ধকারে পথ হারিয়ে
চলছি আঁকাবাঁকা।

কনকনে এই শীতের দিনে
সবাই লেপের তলে,
গাছি ওঠে খেঁজুর গাছে
রস নামাবে বলে।

শীতের পিঠা! শীতের পিঠা!
গরম তেলে ভাজা,
বেশি করে খেয়ে খেয়ে
করি অনেক …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।