কবর কুড়িতে কতক্ষণ ক্রীতদাস
লেখক : অমিত হাসান তুহিন
কবর কুড়িতে কতক্ষণ ক্রীতদাস?
কোদালের কারসাজিতে কীটবাস।
কবর করিবার কল্লোল ক্লেশ,
করুন কাফেলাতে কাফন কেশ।
কটুক্তি কপট কথোপকথন কতক্ষণ?
কুসংস্কার কুশাসন কুখ্যাত কুক্ষন।
কর্তা কর্তিক কর্ম কলরব।
কাড়াকাড়ি করিবে কন্যা কৌরব,
কাদম্বিনী কাতারে কাদিল কক্ষ।
…