বিষাদ ক্যানভাস
লেখক : অমিত মুখোপাধ্যায়
সামনের পথে আজ যোজন অন্ধকার।
ঘটমান বর্তমান অবয়বহীন।
গাজা থেকে বৈশরন কালো ক্যানভাসে
গাঢ় লাল রক্তরেখা আঁকা।
নিঝুম আকাশে কারা বিষাদ ছড়ায়!
এস, হাত ধরো।
শক্ত করি মুঠো।
প্রলয় আসার আগে একসাথে খুঁজি
ম্যাজিক লণ্ঠনে যদি …
amamukh@yahoo.co.in
সামনের পথে আজ যোজন অন্ধকার।
ঘটমান বর্তমান অবয়বহীন।
গাজা থেকে বৈশরন কালো ক্যানভাসে
গাঢ় লাল রক্তরেখা আঁকা।
নিঝুম আকাশে কারা বিষাদ ছড়ায়!
এস, হাত ধরো।
শক্ত করি মুঠো।
প্রলয় আসার আগে একসাথে খুঁজি
ম্যাজিক লণ্ঠনে যদি …
এই যে দৌড়ে গেলে হাওয়ায় হাওয়ায়
মাঝখানে রইলো পড়ে বৈশাখের ক্লান্ত দুপুর
রইলো পড়ে ধানী জমি আঁচল বিছিয়ে
যাকে ফেলে একা ওই দৌড়ে গেল তপ্ত হাইওয়ে
রাগে নাকি অনুরাগে, বোঝাই হলো না।
এসব যাওয়াতে খুব মায়া …
মাসিক দীপায়ন প্রতিযোগিতা
