ভুত সম্পর্কে মজাদার কবিতা

লেখক : ওমর ফারুক

বাড়ির পাশেই ছিল
পুরাতন এক রেলস্টেশন।
সেখানেই ছিল ভুতেদের খেলা-বেলা;
আমি গিয়ে জিজ্ঞেস করি বটে,
কাজ কাম নাই তোদের তবে।
তারা হাউমাউ করে উঠে বলে,
কাজ তো আছে বটে
মনীষীর রক্ত পান।
হি হি হি হি …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন