আত্মজা

লেখক : অনন্যা সাহা

ব্যাভিচার
চতুর্দিক ঘন কালো আচ্ছাদনে আবৃত
মাতা, পিতা, বোন, ভাই, সন্তান, বধূর
আর্তনাদে আমার পৃথিবীটা আজ ছিন্নভিন্ন।
বহু, বহু তপ্ততাকে অতিক্রম করে
কন্টকময় জীবনের বুভুক্ষা পার করে
জুড়িয়েছিলাম জীবনের তৃষা।
ফুটেছিল হাসি অনেকজোড়া মর্মাহত চোখে।
ভাতেরই …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।