আমি
লেখক : অঞ্জলি দে নন্দী
আমি ছিলাম ভালোই আগে।
এখন করি শুধুই পাগলামী।
না না না, তবুও কিন্তু আমি
খুবই দামী।
কারণ – আমার মনে যে কবিতা জাগে।
আমার কবিতা চাঁদের গায়ে গিয়ে লাগে।
তারাদের পিছে ভাগে।
আমার কবিতা পেয়ার …
momanjalidenandi@gmail.com
আমি ছিলাম ভালোই আগে।
এখন করি শুধুই পাগলামী।
না না না, তবুও কিন্তু আমি
খুবই দামী।
কারণ – আমার মনে যে কবিতা জাগে।
আমার কবিতা চাঁদের গায়ে গিয়ে লাগে।
তারাদের পিছে ভাগে।
আমার কবিতা পেয়ার …
প্রকৃতির সৃষ্টি এ মন।
এ তো চির স্বাধীন।
কেউই কখনও পারে না
এর স্বাধীনতাকে করতে অপহরণ।
এ এর নিজের মতো করে চলে।
কখনও এ থামতে পারে না।
স্বাধীনতার আনন্দে এ নাচে
তা তা তা ধিন …