সভ্যতা
লেখক : অঙ্কিতা মজুমদার
সভ্যতার জন্ম দিতে-দিতে-
নারী…
আলোকময় উঠান-
ভরেছে অন্ধকার,
চৌচির হতে হতে –
হাতে নিয়েছে ভার,
তবু নিঃস্ব,
সকল পারাবার।
ভূলুণ্ঠিত… বিবস্ত্র…
শুষ্কতা মেখেছে…
ইন্ধন এনেছে অহরহ,
রাত্রির কালো মোছাতে মোছাতে –
নিংড়ে দিয়েছে সহস্র জ্বালা,
তবুও …