মাতৃরূপেণ সংস্থিতা

লেখক : অঙ্কিতা মজুমদার

আঁধারের বুক চিরে
পাগলিনী ছুটছে-
সে জানে না তার গর্ভে রক্তকল্প ছাপ,
কলঙ্ক কি তার হুঁশ নেই,
যে পাশবিকতা তাকে উন্মুক্ত করেছে তাদের কী বলে সম্বোধন করতে হয় তার জানা নেই,
সে কেবল হাসে,
দুঃখ-কষ্ট-বেদনার কোন …

সভ্যতা

লেখক : অঙ্কিতা মজুমদার

সভ্যতার জন্ম দিতে-দিতে-
নারী…
আলোকময় উঠান-
ভরেছে অন্ধকার,
চৌচির হতে হতে –
হাতে নিয়েছে ভার,
তবু নিঃস্ব,
সকল পারাবার।
ভূলুণ্ঠিত… বিবস্ত্র…
শুষ্কতা মেখেছে…
ইন্ধন এনেছে অহরহ,
রাত্রির কালো মোছাতে মোছাতে –
নিংড়ে দিয়েছে সহস্র জ্বালা,
তবুও …

জন্ম

লেখক : অঙ্কিতা মজুমদার

ডাস্টবিনের ‘পরে ফেলে আসা প্রাণ,
ওদেরও একই ভাবে আসা,
তবু ভিন্ন যাত্রাপথ,
এভাবেই না জানা সম্পর্কগুলো একটা রক্তকণাকে বিলিয়ে দেয় নির্দ্বিধায়,
হুঁশ থাকে না পরাভবে।
কেবল খেলা খেলা উন্মাদনায় অচিরে-
অতলান্তিক প্রবাহ ঘিরে রয়ে যায় শারীরিক …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up