ডাকসু নির্বাচনে জয়
লেখক : আন্নী চৌধুরী
ঢাকার বুকে জাগে আলো,
জয়ের খবর দেয় যে ভাল।
ছাত্রশক্তি স্লোগান তোলে,
স্বপ্ন জাগে হৃদয়-মোলে।
জিতেছে আজ ন্যায়ের গান,
কণ্ঠে কণ্ঠে স্লোগান প্রাণ।
ডাকসুর মাঠে তরুণ সেনা,
আনল তারা নতুন বেথা।
অধিকার আজ হাতে ধরা,
ভবিষ্যৎ …

