আমি কে
লেখক : আন্নী চৌধুরী
আমি কে?
আমি কি মানুষ নাকি অন্য কিছু
আমি যে দূর আকাশে গ্রহনক্ষত্র,
আমি ঊচ্ছ্বাস, আমি শান্ত, আমি অবিরাম ক্লান্ত,
আমি যে আমার আমি কে চিনতে নাহি জানি আমি যে নীহারিকা অগ্নি ধ্রুবতারা
আমি যে নিঃশব্দ …
annichowdhury981@gmail.com
আমি কে?
আমি কি মানুষ নাকি অন্য কিছু
আমি যে দূর আকাশে গ্রহনক্ষত্র,
আমি ঊচ্ছ্বাস, আমি শান্ত, আমি অবিরাম ক্লান্ত,
আমি যে আমার আমি কে চিনতে নাহি জানি আমি যে নীহারিকা অগ্নি ধ্রুবতারা
আমি যে নিঃশব্দ …
ঢাকার বুকে জাগে আলো,
জয়ের খবর দেয় যে ভাল।
ছাত্রশক্তি স্লোগান তোলে,
স্বপ্ন জাগে হৃদয়-মোলে।
জিতেছে আজ ন্যায়ের গান,
কণ্ঠে কণ্ঠে স্লোগান প্রাণ।
ডাকসুর মাঠে তরুণ সেনা,
আনল তারা নতুন বেথা।
অধিকার আজ হাতে ধরা,
ভবিষ্যৎ …
সম্মান হ’ল সুপ্ত প্রদীপ,
আঁধার ভেদে জাগে সে দীপ।
যে করে অপমান, ভাঙে সে আলো
তার পথে থাকে শুধু অন্ধকার কালো।
যে দেয় সম্মান পায় সে আলো,
অহংকারে মেলে না ভাল।
সম্মান ছাড়া জীবন শূন্য
অপমানে …
মাসিক দীপায়ন প্রতিযোগিতা
