শেষের প্রাপ্তি
লেখক : আনোয়ার হুসেন
সফলতার পেছনে ছুটিয়া, রাত-দিন করে একাকার,
কবিতা লিখিয়া মান কুড়াইবে কবি আনোয়ার।
ধরিলাম, সফল কবি!
দুনিয়াতে যশ, খ্যাতি, টাকার নাই অভাব।
কবি আজ সফল, সার্থক করিতেছেন অনুভব।
কিন্তু দিনশেষে দুনিয়া বড়ই স্বার্থপর,
খুবই আপন ঐ সাড়ে …