ফিরে এসো বাসবদত্তা
লেখক : অন্বেষা চক্রবর্তী
শিখন্ডীর ন্যায় চোখেতে তার,
অক্ষীপল্লব যেন ঘন কালো পক্ষরাজী।
অর্ধচন্দ্রাকৃতি ভ্রু যুগল তার,
নমনীয় অথচ কি ভীষন শ্যেণ সে দৃষ্টি।
সবিতার ন্যায় ললাটিকা শোভিত হয়,
তোমার নাতিদীর্ঘ ললাটে।
অর্ধ প্রস্ফুটিত পারিজাতের ন্যায় কোমলীয়তা
তোমার অধর যুগলে।…