শুধু তোর জন্য মেয়ে
লেখক : অর্দ্ধেন্দু গায়েন
আমার তো আকাশ নেই ।
তবু উড়ব বলে চেয়েছি তোকে সঙ্গী হিসেবে।
ধরে রাখার মতো সাধ্য কোথায় আমার।
তবু বিশ্বাসের লাটাই ধরে টানতে থাকি রোজ।
তোর একটা ব্যক্তিগত নাম থাকুক।
আমি চাই,
জলের খেয়া বেয়ে সন্ধ্যাতারার …