সীমানা পেরিয়ে
লেখক : অর্দ্ধেন্দু গায়েন
আজও সুমনা’র জন্য অপেক্ষা করে তমাল।
দীর্ঘশ্বাস আর হতাশা ওকে ঘুমোতে দেয় না। আকাশের সমস্ত ঘন কালো মেঘ জড়ো হয়েছে যেন কোনও এক গভীর চক্রান্তের অভিপ্রায়ে, তমালের ব্যথাতুর হৃদয়ের এক কোণে।
একাকিত্বের কুহেলিকাময় নিঃসঙ্গ দ্বীপের মতোই …