বাংলা ছায়াছবির রাজরানী কানন দেবী
লেখক : অর্হণ জানা
১৯৯২ সালের ১৮ জুলাই, ৭৬ বছর বয়সে বাংলা সিনেমার রাজরানী কানন দেবীর ইহলোকত্যাগের সঙ্গে সঙ্গেই ভারতীয় সিনেমার ইতিহাসে একটি যুগের সমাপ্তি ঘটে। গ্ল্যামারাস অভিনেত্রী, কিন্নরকণ্ঠী গায়িকা, দায়িত্ব সচেতন প্রযোজক, সমাজসেবিকা – সব মিলিয়ে কাননবালা দেবী ছিলেন …