অযোগ্য
লেখক : অরিত্র চট্টোপাধ্যায়
অকুতোভয় অযোগ্য কিছু মশা
ভন ভন, ভন ভন করছে কানের কাছে –
অবাধ্য বড়, তাড়ালেও যায় না সহজে
ফিরে আসে, ভিড় করে।
হাত দিয়ে, পা দিয়ে, গলা টিপে মেরেছি কিছু।
কিছু ঋজু, অনড় আপদ উড়ছে এখনও……
ritrajee@gmail.com
অকুতোভয় অযোগ্য কিছু মশা
ভন ভন, ভন ভন করছে কানের কাছে –
অবাধ্য বড়, তাড়ালেও যায় না সহজে
ফিরে আসে, ভিড় করে।
হাত দিয়ে, পা দিয়ে, গলা টিপে মেরেছি কিছু।
কিছু ঋজু, অনড় আপদ উড়ছে এখনও……
(এই গল্পের সব চরিত্র কাল্পনিক, এবং কিছু কল্পনা চারিত্রিক)
লোকটা লুকিয়ে মদ খায় এবং প্রকাশ্যে মাতলামি করে। লুকিয়ে রাখার জায়গাটা অবশ্য লুকোনো থাকে না সবসময়। কেউ কেউ তা জেনে যায়। যদিও লোকটার মনে হয় লুকিয়ে রাখার …
– হঠাৎ, এদ্দিন পরে… পথ ভুল করে?
– আসবো ভেবেছি অনেকবার…
তারপর যেমন হয়…আসা হয়নি আর
– আজ, তবে…কীভাবে?
– এসেছিলাম কাজে, ভাবলাম তার মাঝে
যদি একবার
আবার
দেখা পাই, তাই…
– হুম, বুঝলুম। তাও ভালো,…
“মন ছুটছে গো আজ বল্গাহারা অশ্ব যেন পাগলা সে”…এইই আমাদের সৃষ্টি সুখের উল্লাস! কোনো নিয়মের নিগড়ে বাঁধা নয়, উন্মুক্ত মননের মুক্ত সৃষ্টিকে নিয়েই আমাদের পথচলা, তাকে সযত্নে লালন করার ভাবনা থেকেই সববাংলায় এর এই উন্মুক্ত মাধ্যম লেখালিখি…
বাংলার নট-নটীদের কথা বলতে মনে পড়ে ছোটবেলায় বাবার মুখে শোনা কিছু নটরাজদের নাম – গিরিশচন্দ্র, শিশির ভাদুড়ি, শম্ভু মিত্র, …