নির্বংশ
লেখক : অস্মিতা রায়
অমাবস্যার অন্ধকার মাখা মুকুন্দপুরকে নিস্তব্ধতা আজ যেন গ্রাস করেছে। শান্ত মেঠো রাস্তার ধার দিয়ে শুধু এক ঝাঁক ঝিঁঝিঁ পোকা অনবরত ডেকে চলেছে। অন্ধকার কুপের মধ্যে একখানা টিমটিম করে আলো জ্বলছে শুধুমাত্র আমাদের পৈতৃক বাড়ির উঠোনে। নিমন্ত্রিত …