কালের স্রোত

লেখক : আশিষ বোস

কালের স্রোতে ভেসেছিল চোখ
ভেবেছিল
কুড়িয়ে পাবে সোনা।

কালের স্রোতে ভেসেছিল চোখ
রক্তে রক্তে
সে এক প্রবল উত্তেজনা,

ভেবেছিল
কুড়িয়ে পাবে সোনা।

উপকূল জুড়ে সুগন্ধি ফুলের গাছ
জল থেকে লাফিয়ে ওঠা রুপোলি মাছ,
তুষারপাড়ায় উষ্ণ জলচর…

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।