ভাঙন
লেখক : অভিজিৎ সুর
আর কী কী ভাঙবে আমাদের?
স্বপ্ন ভেঙেছে তো অনেক আগেই;
হৃদয় ভেঙেছে যখন, আমার হাতে লেগেছিল
ফুলেদের অর্থহীন অপমৃত্যু।
বিশ্বাস ভাঙতে দেখেছি,
এখন বন্ধুত্ব করতেও ভয় হয়
জানি সেখানেও এক ভাঙন অপেক্ষা করে আছে।
আমি ইতিহাসকে …
avijitsurcgr@gmail.com
আর কী কী ভাঙবে আমাদের?
স্বপ্ন ভেঙেছে তো অনেক আগেই;
হৃদয় ভেঙেছে যখন, আমার হাতে লেগেছিল
ফুলেদের অর্থহীন অপমৃত্যু।
বিশ্বাস ভাঙতে দেখেছি,
এখন বন্ধুত্ব করতেও ভয় হয়
জানি সেখানেও এক ভাঙন অপেক্ষা করে আছে।
আমি ইতিহাসকে …
রম্ভাসুর তপস্যায় বসেছে। অনেক কাল তপস্যার পর শেষমেষ মহাদেব প্রকট হলেন। বললেন, “বর চাও।”
রম্ভাসুর বলল, “আজ্ঞে প্রভু, আমি যতবার জন্মাব, ততবার আপনাকে আমার ছেলে হয়ে জন্মাতে হবে।”
মহাদেব রেগে গেলেন, “মামদোবাজি, ইয়ার্কি পেয়েছ? আমার আর …
সকাল থেকেই খামোখা টিপটাপ বৃষ্টি হয়ে যাচ্ছে, কখনও একটু জোর, কখনও একটু আলতো ছুঁয়ে যাওয়ার মত। হঠাৎ উটকো হাওয়ায় একদিন তোমার চুল এসে পড়েছিল আমার মুখে, আর তোমার গরম নিঃশ্বাস ছুঁয়েছিল আমার ঠোঁট; সেই মুহূর্ত-যন্ত্রণায় হয়তো …
প্রিয়তমা চলো চলে যাই, এখানে ঘাসের উপর বারুদ ফোটে
ধর্মের উল্লাসে হারিয়ে গেছে আমার গান
আমার কবিতা দিয়ে রক্ত ঝরে,
এখন মেঘ ডাকলে আমার মনে হয় প্রলয় হবে
সূর্য উঠলে আমার ভয় করে
এখানে বাতাস বড় …
আমার এ শরীরের গন্তব্য কোনদিকে নেই আর,
তাই গোধূলির আকাশের নিচে চুপচাপ শুয়ে থাকি,
ঘুমোই না, ঘুম আসে না বহুদিন।
নিতান্তই নিভে যাবার আগে কিছু শেষ কথা বলার প্রয়োজন বোধ হতো একদা,
এখন আমার এ শরীর-জোড়া …
মাসিক দীপায়ন প্রতিযোগিতা
