সৌন্দর্যের নির্জনতায় শুয়ে থাকে শহর
লেখক : আজাহার রাজা
আলো-অন্ধকারের দোলাচলে ডুবে নগরী,
প্রশান্ত নীরবতা ভেদ করে নিঃশব্দ অভিজ্ঞান,
অপরাহ্নের ধুলোবালি মেখে বিভোর ধূলিকণা,
সৌন্দর্য লুকিয়ে থাকে পরিত্যক্ত অলিতে-গলিতে,
পরিশীলিত স্পন্দনে জাগে অন্তর্লীন আহ্বান।
পথের ধারে জমে থাকা অশ্রুসম বৃষ্টির জল,
বিলুপ্ত গৌরবের মতো দৃষ্টির …