বিস্ফারিত শব্দহীন দ্রোহের আগুন
লেখক : আজাহার রাজা
বুকের ভেতর চাপা শতাব্দীর স্তব্ধতা,
রুদ্ধ কণ্ঠে জমেছে ক্ষুধার চিৎকার, নীরব আর্তনাদ,
প্রাণী পরিণত যন্ত্রে, অনুভূতি বিলুপ্ত অঙ্কের খাতায়,
শ্রমের বিনিময়ে লুট আত্মা, নিঃশ্বাসে জমাট বাঁধা ক্ষোভ
ধ্বংসস্তূপের নিচে অপেক্ষমাণ বিস্ফোরণ।
ক্ষোভ ক্ষণিক ঝড় নয় জমাট …

