আলোর মধ্যবর্তী নৈতিক ভূগোল
লেখক : আজাহার রাজা
মহাশূন্যে অজস্র দহনভঙ্গির ভূগোল,
দীপ্তির ভিতর জন্মে অগ্নিপীঠের স্মৃতি,
চিরন্তন আলোয় অক্ষয়।
ঘূর্ণায়মান রক্তছাপ পাঁজরে বিশুদ্ধ,
দরদী হৃদয়ের ছন্দে ইতিহাসের প্রাচীন শিখা,
গড়ে মানবতার ভজন।
চেতনা ধ্বনিত অগ্নিস্বর কাঠগড়ায়,
কান্নায় ভেজা পথ,
প্রতিবাদে নির্বিকালের দিকদর্শী শপথে …

