ভরসা
লেখক : বিজুরিকা চক্রবর্তী
হাঁটছি যখন হিসেব করে, মা
মাপছি যখন দিনের আলো,
কি বা হবে খাতায় ভরে
ছন্নছাড়া কাব্যগুলো?
দাগেই যদি চাঁদকে চিনি
রাতকে কেবল অন্ধকারে
দু’পয়সাতে আকাশ কিনি
মুছতে তারা বারেক-বারে,
মাটির ঘরে দুঃখ রাখি
মেঘের দেশে বিরক্তি …
cbijurica@gmail.com
হাঁটছি যখন হিসেব করে, মা
মাপছি যখন দিনের আলো,
কি বা হবে খাতায় ভরে
ছন্নছাড়া কাব্যগুলো?
দাগেই যদি চাঁদকে চিনি
রাতকে কেবল অন্ধকারে
দু’পয়সাতে আকাশ কিনি
মুছতে তারা বারেক-বারে,
মাটির ঘরে দুঃখ রাখি
মেঘের দেশে বিরক্তি …
‘পৃথিবীটা কত বদলে যাচ্ছে,’ কুৎসিত চারিদিক!
বিশৃঙ্খলা চারপাশে কত! কিচ্ছুটি নেই ঠিক!
যত কিছু ভাল সব ছিল আগে, এখন যা কিছু ভুল,
সময় যা ছিল সুন্দর আগে আজ তা চক্ষুশূল;
পরিবেশ ছিল মনোরম ভারি, বন্ধুরা ছিল …
নিশ্চিন্ত দুই চোখে
নিশ্চিহ্নতার দীর্ঘ প্রত্যাশা,
হাল্কা হাসির প্রলেপে
সিক্ত দমকা কাশির সুর –
কর্কটরোগে চোবানো
টাকার হদিস বলে,
‘প্রশ্বাসে মিলায় বস্তু
অস্তিত্বে বহু দূর’…
লেখক পরিচিতি : বিজুরিকা চক্রবর্তী
বিজুরিকা চক্রবর্তী, কলকাতা দমদমের, বাসিন্দা। সেন্ট …