বিবেকানন্দ স্মরণে
লেখক : বিপ্লব নসিপুরী
দাম বেড়েছে গাড়ি বাড়ি সোনা হয়েছে অমূল্য
মাটি ছোটে সোনার আগে মাটির মানুষ দুর্মূল্য।
বিবর্তনের ধারা দেখি হচ্ছে পশ্চাদগামী
শিরদাঁড়া বিক্রি করে হলো অমেরুদণ্ডী।
মূল্যবোধের পাখিগুলো ছেড়েছে পুণ্যভূমি
স্বার্থপরের সর্পগুলো ছড়াচ্ছে বিষথলি।
রক্তচোষা পতঙ্গদল বেড়েছে খুব …