জনম ধর্ম
লেখক : বিপ্লব নসিপুরী
স্রষ্টা মোরে আপন মনে দিয়েছে যে ঘর
দীন হোক ক্ষীণ হোক নাহি লাজ তার।
দুঃখ যতই আসুক ধেয়ে থাকুক শুধু মনে
কর্ম আমার পরিচয় হোক জন্ম আলয় ভুলে।
কচি পাতা কালের স্রোতে শুকিয়ে ভূমে লুটে
তারে …
biplabnasipuri@gmail.com
স্রষ্টা মোরে আপন মনে দিয়েছে যে ঘর
দীন হোক ক্ষীণ হোক নাহি লাজ তার।
দুঃখ যতই আসুক ধেয়ে থাকুক শুধু মনে
কর্ম আমার পরিচয় হোক জন্ম আলয় ভুলে।
কচি পাতা কালের স্রোতে শুকিয়ে ভূমে লুটে
তারে …
দাম বেড়েছে গাড়ি বাড়ি সোনা হয়েছে অমূল্য
মাটি ছোটে সোনার আগে মাটির মানুষ দুর্মূল্য।
বিবর্তনের ধারা দেখি হচ্ছে পশ্চাদগামী
শিরদাঁড়া বিক্রি করে হলো অমেরুদণ্ডী।
মূল্যবোধের পাখিগুলো ছেড়েছে পুণ্যভূমি
স্বার্থপরের সর্পগুলো ছড়াচ্ছে বিষথলি।
রক্তচোষা পতঙ্গদল বেড়েছে খুব …