হে জন্ম, এই পঙক্তি নাও
লেখক : ড: বিশ্বজিৎ বাউনা
১.
বীজ
লাঙল জানে মাটি চিরে এনে দিতে আরোহী ত্রাণ,
কাঙ্ক্ষিত বাতাসের আদর নত হয় বীজ জুড়ে-
মুহূর্তের মুগ্ধতা জাগিয়ে তোলে নিভৃতের প্রাণ,
শাখা উজ্জ্বল হয় স্বপ্নের সব প্যাপিরাস খুঁড়ে।
এতদিন জড়ত্বে বিভোর ছিল খোসা …