রাতের মহাকাব্য
লেখক : বিশ্বরূপ দাস
বাতাসে ঝড়ের পূর্বাভাস,
ঘনিয়েছে গভীর রাত,
মেঘের অতলে চাঁদের আলো ম্লান,
তারারা দৃষ্টির আড়ালে –
অস্তিত্বের ক্ষণস্থায়ী চিহ্নের মত।
অস্থির গাছের শাখা,
প্রকৃতি বুনে চলেছে এক রহস্যময় ছন্দ।
এ রাত যেন এক গল্প
অতীতে বিস্মৃত –…