এই বালুকাবেলায়
লেখক : বিশ্বরূপ দাস
হেমন্তের সন্ধ্যায়,
নদী যখন অনুরণিত
নিঃসঙ্গ শঙ্খচিলের ডাকে
তখন
আমি দেখি
তোমার চোখ পানে চেয়ে
এক অচেনা আলো
যেথা
জোনাকিরা রাত্রি জাগে।
এই বালুকাবেলায়,
সময় যখন শেষপ্রান্তে
সূর্য তোমার
রক্তিম শাড়ির আঁচল,
স্নিগ্ধ বাতাস তোমার নিশ্বাস;…

