মুক্তি

লেখক : বিশ্বরূপ দাস

কলকাতার উপকণ্ঠে থাকে আবিনাশ। ছোট্ট একটা ব্যবসা চালায় — একটা ফটোকপির দোকান। দিনের পর দিন একই রকমের কাগজ, একই রকমের মুখ, একই রকমের ছাপা লেখা। আয় সামান্য, মাসের শেষে হিসাব মেলাতে গেলে হিমশিম খেতে হয়। তবুও …

রাতের মহাকাব্য

লেখক : বিশ্বরূপ দাস

বাতাসে ঝড়ের পূর্বাভাস,
ঘনিয়েছে গভীর রাত,
মেঘের অতলে চাঁদের আলো ম্লান,
তারারা দৃষ্টির আড়ালে –
অস্তিত্বের ক্ষণস্থায়ী চিহ্নের মত।
অস্থির গাছের শাখা,
প্রকৃতি বুনে চলেছে এক রহস্যময় ছন্দ।

এ রাত যেন এক গল্প
অতীতে বিস্মৃত –…

দু’টি কবিতা

লেখক : বিশ্বরূপ দাস

১. স্বপ্নের তীরে

সে রাতে ছিল নিঃসঙ্গ এক স্তব্ধতা,
ঝিঁঝি পোকার ক্ষীণ সুর,
চারিদিকে বিশাল এক শূন্যতা;
চাঁদের ফিকে আলো তখন
সময়ের বুকে ক্ষণিকের পদচিহ্ন।
আমার অপূর্ণতা
পরাজয়ের দীর্ঘ প্রতিচ্ছবি,
ভাল-মন্দের ক্লান্ত দোলাচলে বন্দি;
নামহীন এক …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।