সাহিত্য ও গণমাধ্যম : সংযোগের দ্বিরালা
লেখক: বর্ণশ্রী বক্সী
সৃষ্টির প্রায় শুরু থেকেই প্রকাশিত কিংবা প্রচ্ছন্নভাবে সাহিত্য মানুষের জীবনে ও চেতনায় অঙ্গাঙ্গী মিশে আছে। সাহিত্য কেবলমাত্র নান্দনিক সৌন্দর্যই উপস্থাপিত করে না, বলা যায় একটা সমাজ ও সময়ের চিহ্নায়ন প্রক্রিয়ায় সাহিত্য কাজ করে স্ট্যাটিস্টিক্সের মতো সূচক বিন্দু …