তাহারে আমি চিনি নাই
লেখক : ক্যামেলিয়া আফরোজ
তুমি একদিন বলেছিলে আমায় তুমি অনেক করে চেন একজনকে,
হয়ত তার জন্য,
লিখেছ কবিতা, কবিতা লেখনি? পড়েছ উপন্যাস, গল্প পড়নি?
দেখেছ নদী, সমুদ্র দেখনি? বলেছ অনেক কথাই, কখনো চুপ করে থাকো নি?
দেখেছ ঘুঘু, ফাঁদে পড়নি? …