তাহারে আমি চিনি নাই

লেখক : ক্যামেলিয়া আফরোজ

তুমি একদিন বলেছিলে আমায় তুমি অনেক করে চেন একজনকে,
হয়ত তার জন্য,
লিখেছ কবিতা, কবিতা লেখনি? পড়েছ উপন্যাস, গল্প পড়নি?
দেখেছ নদী, সমুদ্র দেখনি? বলেছ‌ অনেক কথাই, কখনো চুপ করে থাকো নি?
দেখেছ ঘুঘু, ফাঁদে পড়নি? …

চায়ের কাপ

লেখক : ক্যামেলিয়া আফরোজ

আমাকে কথা বলে নীরবতা ভঙ্গ করতে হয়েছিল,
যেহেতু আমি বসে ছিলাম একটি চায়ের কাপ হাতে নিয়ে,
আকাশ ঘন কালো অন্ধকার হয়ে ছিল,
আলোর একটি রেখাও যেন খুঁজে পাওয়া যেন কঠিন ছিল;
অনেক কথাই যেন আসে মনে …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।