আশা…

লেখক : চঞ্চল মারিক

অতশত আমি জানি না বাপু
ভয় ঠিক কারে কয়,
এইটুকু জানি, মনে মনে মানি,
আমি নির্ভীক অতিশয়।

ডাল ভাত খাই দুপুরে ঘুমাই
দেখি সন্ধ্যায় টক শো,
রবিবাসরীয় মাংসটি প্রিয়,
মাত্র কেজিতে আটশো।

ধৈর্য্য আমার পর্বতপ্রায়
সূর্যের …

রোগ

লেখক : চঞ্চল মারিক

মেনে নেওয়া আমাদের রোগ
তাই রোজ সব নিই মেনে
আপোষেই দাম বেঁধে রাখি
যাতে সহজেই সব লোকে কেনে।

একে একে মেনে নিই সব,
রাগ, ঘৃণা, বিদ্বেষ, ক্ষোভ
দেওয়ালেতে যদি ঠেকে পিঠ,
তবু আপোষেই ইদানীং লোভ।

রক্তের …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।