চরিত্রহীন

লেখক : চয়ন সমাদ্দার

আমিই প্রথম দীর্ঘতম চুমো
প্রথম আমিই আকাশ, মাটি, ঢেউ
মড়ার পাশের রাত

ঘৃণ্য আমিই,  প্রতিকামী
আদুল হাতে কেয়ূর –
আমার ভালোবাসা নিয়ে
পিরিত অকস্মাৎ, গেরস্থালির
তাপকে ডেকে বললে, এবার ঘুমো।

তাই প্রতিদিন পা টেনে পথ চলা

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন