শিল্পের শহরে ভালোবাসা নেই

লেখক : দালান জাহান

জলদাসের জলকষ্টে
শ্বাস ভাঙে মাতা মহুরী
বিম্বিত সাহসে শহীদের মতো
পবিত্র হয় বসন্ত পাতা
চার রাস্তায় দাঁড়িয়ে অশ্রু ছাড়ে
মোড়ল বাড়ির বিধবা কুকুর
কালের গর্ভে ঢুকে সন্ধ্যার ধ্বনি
নিজের সামনে উলঙ্গ করে নিজেরই উচ্চারণ
কোথাও কেউ …

মেহেরুন্নেসা

লেখক : দালান জাহান

ছোট্ট বেলায় মার্বেল হারিয়ে কেঁদেছি
ইতিহাস পৃষ্ঠায় পৃষ্ঠায় নলকূপ
কতো কান্না খনন করে হাতে
উড়িয়ে দিয়েছি দশ টাকার ঝকঝকে নোটে।

কতো কান্না পেন্সিলে এঁকে
ঝুলিয়ে রেখেছি পূবের হাওয়ায় পশ্চিমের দরজায়
ঈদের সকালে গোসল করে
জমা করেছি …

মানুষের গল্প

লেখক : দালান জাহান

অতিথিকে প্রশ্ন করো না
যে মাটি ধরে রেখেছে উল্কার দাগ
নাট্যমঞ্চে না থাকলেও নাটক সংঘটিত
পিতল আর সোনার বিবিধ পাঠ
চোখে চোখে পেস্ট অজ্ঞতার চিত্রনাট্য।
মশাল হাত ড্রোন মিসাইল ডগফাইট
রক্ত আকাশ এয়ারবোর্ণ ধ্বংস মালিকানা
ফড়িং …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum