প্রথম ভালবাসা
লেখক : দেবরথ বন্দ্যোপাধ্যায়
হারিয়ে তুমি সত্যি গেলে, সরিয়ে দিলে দূরে
ভেবেছিলাম ডাকলে তোমায়, আসবে আমার কাছে
আপন ভেবে বলেছিলাম, অনেকগুলো কথা
সেই দুখানি ই সত্যি হল, মিথ্যে বন্ধুত্ব টা
অজস্র বন্ধুত্বের মাঝে, আজ হয়ত আমি ফিকে
তবু কেন আমি …