আমি মধ্য নিশিতে হারিয়ে যাব

লেখক : দেব মন্ডল

আমি একদিন হারিয়ে যাব মধ্য নিশিকালে।
কতো হাহাকার করবে সবাই, ডাকবে আয় ফিরে।
কেউ কাটিবে ঝাড়ের বাঁশ, কেউ পাকাবে দড়ি।
কিছু লোকে খুড়বে মাটি, তৈরি হবে মোর নতুন বাড়ি।
চলে যাবো নতুন দেশ, বাঁশের দোলায় চড়ে।…

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।