ফিরে এসো

লেখক: দীপক মুখোপাধ্যায়

আসবে না অনুমিতা
বলে গেছে তোমার সঙ্গে আড়ি
ছিলো কিছু ভুল কথকতা
অনেক মিথ্যে প্রতিশ্রুতি
আসো ফিরে যদি
দেবো তোমায় পুরো পর্বত আর বনভূমি
আর কি চাও? দূকূল ছাপানো নদী
পথের ধারে একটা বাগান বাড়ি।


লেখকের কথা:

উষ্ণতা নেই

লেখক : দীপক মুখোপাধ্যায়

কুয়াশার চাদর জড়িয়ে আছে সারা শহর
ঘরে রুম হিটার জ্বলছে
দগ্ধ করছে বাতাসকে
উঁচু বাতিস্তম্ভের নিচে
স্বেচ্ছায় পুড়ে মরার জন্য
কিছু পতঙ্গ নিজেদের শেষ বারের
মতো  প্রস্তত করছে
নির্জন পথের ধারে
কৃষ্ণ প্রসাদের
গাড়ি বারান্দার পাশের
Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন