বৈষম্যের তান

লেখক : দীপঙ্কর সাহা (দীপ)

এই ঐক্যপূর্ণ ভারতে এখনও তো আছে বৈষম্য।
উঁচু জাত নিচু জাতের
এখনও তো আছে পার্থক্য।।
শিশু তো সবই সমান-
কে ধনী কে গরিব
স্কুল কলেজের পোষাকে তো
নেই তার প্রমাণ।।
তবে শিক্ষাক্ষেত্রে কর্মক্ষেত্রে
বারংবার বাজে …

তবুও ভালোবাসি

লেখক : দীপঙ্কর সাহা (দীপ)

তবুও ভালোবাসি তবুও ভালোবাসি
যদিও বা কাছে না যেতে পারি
কিংবা ছুঁতেও না পারি
তবুও ভালোবাসি ।।

যদিও ধরা না দেই
মনের কথা নাই বা বলি।
তবুও ভালোবাসি তবুও ভালোবাসি।।
যদি অন্য কাউকে ভালোবাসো
আর …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।