হোলির দিনে লেখা রাজনৈতিক কবিতা

লেখক: রুবাই শুভজিৎ ঘোষ

আসলে কবিতাটা রাজনৈতিক

।।১।।

আজ হোলি খেলার দিনে
রঙের সাথে বিকোচ্ছে যৌনতা
রাস্তার ধারে দেখতে পেতে পারো
তুমি, তোমারই চেনা মেয়ে
নাম হয়ে গেছে আজ, তার, ধর্ষিতা।

দুপুরটা আজ
হতে পারত রোমান্টিক
দেওয়াল লিখন মুছে গেছে …

রঙের দিনে লেখা দুটি কবিতা

লেখক: রুবাই শুভজিৎ ঘোষ

দোলের দিনে লেখা

অবশেষে হতাশ লাগে
যখন ফিরি বাড়ির পথে

খুঁজে বেড়ায় মন
একটা স্পর্শ, একটা অনুভূতি –
আসলে একটা হাতের ছাপ!

তোমার কপালে লাল রঙ এখন
আমার কপালে কালো
আর মন হাতড়ে বেড়ায়
অতীতের রঙিন …

দোল বিষয়ক দুটি কবিতা

লেখক : ইচ্ছেমৃত্যু

।। ১ ।।

কী ভীষণ পাগল ছিলে
হোলিখেলার আবির
কপালে সিঁদুর করেছিলে

কী ভীষণ পাগল ছিলাম
সিঁদুর দান শেষ
হোলির শেষে ভেবেছিলাম

কী ভীষণ পাগল আজও
প্রতিটি হোলির দিনে
তোমার আমার বৈধব্য

।। ২ ।।

কে যেন …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum