রাতের ছায়াপথ
লেখক : দুর্বিন
রাত ১২:৫৪। বাইরে বৃষ্টি পড়ছে। চারিদিক বেশ থমথমে, আর আবহাওয়াও খানিকটা ঠাণ্ডা, মানে কাঁথা মুড়ি দিয়ে ঘুমনোর উপযুক্ত। যাদের অন্ধকারে ভয় করে, তারা হয়ত এমন পরিস্থিতিতে কিছুক্ষণ চোখ বন্ধ করে ঘুমনোর চেষ্টা করবে। কিন্তু বীভৎস কোন কিছুর …