ঘর
লেখক : ফালতু লোক
মেয়েটি বলল, তুমি ঘর বাঁধতে পারো?
বাবুই না ঘুঘু, দোলাচলে তখন আমি
বাবুইয়ের বাসা! অতিরিক্ত সুন্দর
মা আলপনা দিত, নিখুঁত সীমানায় বাঁধা
গুঁড়ো চালের গন্ধে বিশাখার উম
অথচ আমার হাতে বিস্তর প্রতিবন্ধ
চুম্বনের ঢেউয়েও কাঁটা ছড়ায়…
koustavhalder8016@gmail.com
মেয়েটি বলল, তুমি ঘর বাঁধতে পারো?
বাবুই না ঘুঘু, দোলাচলে তখন আমি
বাবুইয়ের বাসা! অতিরিক্ত সুন্দর
মা আলপনা দিত, নিখুঁত সীমানায় বাঁধা
গুঁড়ো চালের গন্ধে বিশাখার উম
অথচ আমার হাতে বিস্তর প্রতিবন্ধ
চুম্বনের ঢেউয়েও কাঁটা ছড়ায়…
রাত ১২টা, ঘুম থেকে উঠেই বিছানা হাতড়েছি
পড়ার টেবিল থেকে লেখার খাতা, বেহিসাবি নখের আঁচড়
তোমাকে কোথায় কোথায় না খুঁজেছি ?
পথে পথে ছড়ানো বইয়ের পাতা
ধোঁয়া-পথে গাছদের মৃতদেহ আঁচলে জড়ানো
দেওয়ালের ওপারে কয়েকটা অসমাপ্ত ঘুম …