দ্বিতীয় ঢেউ
লেখক : গৌরব সরকার
বেঁচে আছি মাটির কাছে অ-মাটির মতো।
শরীর বেয়ে উঠছে সরীসৃপ!
সরসর করে চামড়ায় লাগছে বুকের আঁশ।
জিহ্বার আঠা লেগে যাচ্ছে যেখানে সেখানে
ঘ্রাণেন্দ্রিয় বন্ধ রয়েছে দশ সেকেন্ড….
শিরদাঁড়া বেয়ে ঠাণ্ডা প্রবাহ পাক খেতে-খেতে
মনন-চিন্তন শাসন করছে …