এক বিন্দু অশ্রু
লেখক : ডঃ গৌরাঙ্গ সিনহা
মনে পড়লো –
তোমার সাথে
বিকালের সব আড্ডাগুলো।
মনে পড়লো –
সমস্ত অন্তরঙ্গ মুহূর্তগুলোকে,
অ্যালবামে বন্দি র্নিবাক ছবিদের।
সবাই এসেছিলো দাঁড়াবে বলে,
তুমি আমার পরিচিত অনেক দিনের,
চিরতরে বিদায় নিলে কেমন ভাবে!
তবু মনে হলো …