স্বাধীনতার বিবর্তন
কবি: হাফিজুর রহমান
হে জ্বলন্ত বীর!
স্বাধীনতার সফরে ছুটন্ত শহিদ মুসাফির,
হে অবিরাম রণক্ষেত্রের যোদ্ধা!
তোমার ক্লান্তিহীন শরীর হতে চুঁইয়ে পড়া রক্ত আমি শিরে মেখে করি শ্রদ্ধা!
আজ আমাদের মাঝে তুমি নেই
স্বাধীনতার পিত্ত ফেটে স্বাধীন কলিজা ত্যক্ত হয়েছে তাই!…