সময় সারণী
লেখক : হীরক সেনগুপ্ত
এক আকাশের নিচেই তো বাঁধাঘর
এ দুয়ার ঐ প্রাঙ্গণ প্রান্তর
যতপথ আর রাস্তা বদল হোক
পথের ওপারে দৃশ্যকাব্যলোক
কোজাগরী ভোর শিশির সূর্যোদয়
কুমকুম ঊষা রঞ্জিত অন্বয়
তবু কিছু শ্রী জোনাকির ফুল ওড়ে
সতত শুধায়, আসবে কি …
hiraksengupta1963@gmail.com
এক আকাশের নিচেই তো বাঁধাঘর
এ দুয়ার ঐ প্রাঙ্গণ প্রান্তর
যতপথ আর রাস্তা বদল হোক
পথের ওপারে দৃশ্যকাব্যলোক
কোজাগরী ভোর শিশির সূর্যোদয়
কুমকুম ঊষা রঞ্জিত অন্বয়
তবু কিছু শ্রী জোনাকির ফুল ওড়ে
সতত শুধায়, আসবে কি …
মহেঞ্জোদারো ১
মহেঞ্জোদারো , …রাখাল অপেক্ষায়?
মহেঞ্জোদারো, …ধোঁয়া দড়িতেই প্রেম!
মহেঞ্জোদারো, …এমনি সখ্যতায়
মহেঞ্জোদারো, …মুখাগ্নি চোতা গেম
মহেঞ্জোদারো, …..যুবক টপকে যায়
মহেঞ্জোদারো, …সলজ্জ কীট; একা
মহেঞ্জোদারো, …..বঙ্কিম যাত্রায়
মহেঞ্জোদারো, …..আগুন, মাটির লেখা।
মহেঞ্জোদারো ২
মন্দের …