ফাগুন

লেখক : কবি ইমদাদ শাহ্

ফাগুনের আগুন লেগেছে আজি অজর পাড়া গাঁয়
দেখবে এসো সাজতে বস মা ডেকে যায় মা ডেকে যায়
কোথায় আগুন কোথায় আগুন দেখতে পারছি নাক হায়
এ আগুন, আগুন নারী রূপের লীলা, বুঝলি, বুঝলি লক্ষী সোনা…

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।