স্বাধীনতা
কবি: আবদুস সালাম
স্বাধীনতা ডানা মেলে ওড়ে
পাড়ায় পাড়ায় ঘুরে তুলে আনি স্বপ্ন-
ক্যাসেটে বাজে বীরসেনানীর গৌরব-গাথা
মঞ্চে মঞ্চে কথার ফুলঝুরি ছোটে বুনে দিই রূপকথা
ঝাঁকে ঝাঁকে প্রজাপতিরা ওড়ে
হাঁড়িয়া আর চুল্লুর বোতল ঢুকে পাড়ার অন্দরে। কাপড় খুলে যায়
সান্ধ্যভূত …