বর্ণিল রাষ্ট্রে
কবি: ইন্দ্রজিৎ ঘোষ
স্লোগানে মিছিলে গানে গোলাপে
ভাষণে নাচনে প্রেমে প্রলাপে
কাটাব বঁধু একদিন–
ঈশ্বরদের গুছিয়ে রেখে
ভেদে বিবিধে মানুষে গেঁথে
ভিন্ন-মালার স্পেক্ট্রা-স্টেটে
দেশেরা সেদিন বিরতিহীন–
ছবি: কুন্তল
লেখকের কথা: ইন্দ্রজিৎ ঘোষ
জন্ম নদিয়া, বেড়ে ওঠা কলকাতা, আপাতত ঠিকানা দিল্লি। বিধিবদ্ধ …