মন কেমন
লেখক : জয়শ্রী পাল
দূরের রাস্তা দিয়ে হেঁটে চলেছিল সে,
কে জানে কোন দিগন্তের দিকে
নির্দ্দিষ্ট প্রান্তর বেছে নিয়েছিল?
গুছোনো আর পাঁচটা মানুষের মতো?
নাকী এলোমেলো হাওয়ার প্রতিদ্বন্দ্বী হয়ে,
উড়তে দিয়েছিল অগোছালো প্রশ্নদের।
আমার এখন কাজ কমে গেছে,
জানলা দিয়ে …