সালাম
লেখক : জয়শ্রী দাস
কোনো কোনো মানুষ এক একটা ব্রীজ
একই সঙ্গে ক্ষয়শীল ও সহনশীল
বিষাদময় অথচ কর্তব্যপরায়ণ
নানা সম্পর্কের বজ্রাঘাত সহ্য করেও তারা দেয় নীলাঞ্জনছায়া
বৈধ অবৈধ সম্পর্কের সংগ্রাম চেতনায় ভস্মমেঘ সরিয়ে
শতাব্দীব্যাপী ডানা মেলে তারা দাঁড়িয়ে
তারা তোমার …