সালাম

লেখক : জয়শ্রী দাস

কোনো কোনো মানুষ এক একটা ব্রীজ
একই সঙ্গে ক্ষয়শীল ও সহনশীল
বিষাদময় অথচ কর্তব্যপরায়ণ
নানা সম্পর্কের বজ্রাঘাত সহ্য করেও তারা দেয় নীলাঞ্জনছায়া
বৈধ অবৈধ সম্পর্কের সংগ্রাম চেতনায় ভস্মমেঘ সরিয়ে
শতাব্দীব্যাপী ডানা মেলে তারা দাঁড়িয়ে
তারা তোমার …

জয়শ্রী দাস-এর দুটি কবিতা

কবি: জয়শ্রী দাস

ভালোবাসাও স্বাধীনতা চায়

ভালোবাসার কোনো পোশাক হয় না।
গল্প বানানোর আসরে আমরা জোর করে ভালোবাসাকে রং মাখিয়ে উপস্থিত করি, তাতে ফল হয় উল্টো।
আমাদের হিজিবিজি শহরের আঁকিবুকির মধ্যে দাঁড়িয়ে কাটাকুটির লতা ঝোপ আর কাঁটাজঙ্গলের খোঁচায় সে হয়ে …

আমার স্বাধীনতা

কবি: জয়শ্রী দাস

আমার স্বাধীনতার রং নীল।
আমার স্বাধীনতা সামাজিক-পচনের ঝুলকালি সাফা মন্বন্তরের অন্তরে।
আমার স্বাধীনতা পাইলট হওয়ার প্রস্তুতি নেয়।
আমার স্বাধীনতা স্বামীর আগে ভাত খায়।
আমার স্বাধীনতা নষ্ট আঁধারে সুখের স্বপ্ন লেখে।
আমার স্বাধীনতা শাখা-সিঁদুরের বন্ধনকে টপকায়।
আমার স্বাধীনতা …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন