শূন্যতা
লেখক : জয়শ্রী সাহা
শূন্য পাতা, শূন্য মন।
শূন্য হৃদয়,ভরা জল।
আঁখি ছলছল, তোমার কাছে।
তোমাতে বিলীন হতে চেয়েছে।
তবে কেন আজ,,,ভরা দূরত্ব??
মিলিতে না দেয় দুজনাতে!!
কোথায় বাঁধা,কোথায় গ্লানি??
কেন আজ রিক্ত বসন্তে;
শূন্য আমি????
লেখক পরিচিতি: জয়শ্রী সাহা…